নির্বাচন নিয়ে এখনও সমঝোতা হয়নি: জাপা মহাসচিব

0

জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, 'আমরা নির্বাচনের ট্রেনে আছি, যারা মনোনয়ন পেয়েছেন তাদেরকে ১৭ ডিসেম্বরের আগেই প্রতীকী চিঠি দিবো। আর আমাদের নির্বাচনী ইশতেহার প্রস্তুত।'

আজ সোমবার (১১ ডিসেম্বর) বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচন নিয়ে সমঝোতার বিষয়ে মুজিবুল হক চুন্নু বলেন, 'এখনও কোন দলের সঙ্গে সমঝোতা হয়নি। নির্বাচন ও দলের স্বার্থে যেকোন সময় যেকোন কিছুই হতে পারে।'

তিনি আরও বলেন, 'সরে আসার জন্য নয়, আটঘাট বেঁধেই নির্বাচনে এসেছি। আর এখনই বর্জন নয়, তবে পরিস্থিতি অনুকূলে না থাকলে আমরা সরে যাবো।

এ সময় ভোটারদের নিশ্চিন্তে ভোট দেয়ার পরিবেশ নিশ্চিত করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।