রাজধানী কুয়ালালামপুর থেকে প্রায় ২৮০ কি. মি. দূরে দক্ষিণ মালয়েশিয়ার জোহর রাজ্যে ১১৪ বিদেশি কর্মীকে আটক করেছে অভিবাসন বিভাগ। এতে আছেন ১০ বাংলাদেশিও।
আটক হওয়া বিদেশিদের কাছে কাজ করার ভিসা ছিল না বলে অভিবাসন বিভাগ দাবি করছে। জোহর অভিবাসন পরিচালক বাহারউদ্দিন তাহির জানান, বিদেশি কর্মীদের উপস্থিতি নিয়ে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পায় তারা। পরে এক সপ্তাহ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ১১ টায় এই অভিযান চালায় তার বিভাগ।
জোহর অভিবাসন পরিচালক বলেন, 'আটক করা হয়েছে কারণ তারা বৈধ ভ্রমণ নথি উপস্থাপনে ব্যর্থ হয়েছে । ভিসার শর্ত লঙ্ঘন করার পাশাপাশি সোশ্যাল ভিজিট পাসের অপব্যবহার করারও সন্দেহ করা হচ্ছে।'
তদন্ত ও পরবর্তী ধাপ সম্পন্ন করতে আটককৃতদের সেটিয়া ট্রপিকা ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে বলে জানা গেছে। অবৈধ বিদেশি কর্মীদের বৈধকরণ কর্মসূচির সুযোগ কাজে লাগাতে আহ্বান করেছেন বাহারউদ্দিন তাহির যা এ বছরের ৩১ ডিসেম্বরে শেষ হবে।