আয়োজকরা জানান, বাংলাদেশ থেকে প্রতিবছর অনেক ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষা নেয়ার জন্য বিদেশ যান। এর মধ্যে মালয়েশিয়াও শিক্ষার্থীদের পছন্দের তালিকায় রয়েছে। দেশটিতে উচ্চ শিক্ষায় বিশেষ সুযোগ সুবিধা তুলে ধরে তাদের উদ্বুদ্ধ করা হয়।
এ লক্ষ্যে কাজ করছে মালয়েশিয়ার বিশ্বস্ত ও অনুমোদিত ‘ফর ইউ এডুকেশন’ নামের ছাত্র কাউন্সিলিং সংস্থা। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য এমন সুযোগে খুশি সাধারণ শিক্ষার্থীরা।
আরও পড়ুন:
আগামী শুক্রবার (৩১ অক্টোবর) খুলনার হোটেল ক্যাসল সালাম এবং শনিবার (১ নভেম্বর) খুলনা জেলার পাইকগাছার কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এডুকেশন এক্সপো-২০২৫ সমাপনী অনুষ্ঠিত হবে।
২০২৬ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় একটি লাইভ রাফেল ড্র অনুষ্ঠিত হবে। বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় গাড়ি, মোটরসাইকেল, ল্যাপটপসহ নানা পুরস্কার।





