এদিন ধানমণ্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত ডেনমার্ক, নেদারল্যান্ডস ও আর্জেন্টিনার রাষ্ট্রদূতগণ।
বুধবার দুপুর দেড়টায় ডেনমার্কের রাষ্ট্রদূত মি. ক্রিষ্টিয়ান ব্রিকস মোলার ধানমন্ডির বাড়িতে প্রবেশ করেন। প্রবেশের সময় তাকে অভ্যর্থনা জানানো হয়। পরে পুষ্পস্তবক অর্পণ করে বাসাটি পরিদর্শনের জন্য ভিতরে প্রবেশ করেন।
তার একটু পরে ১ টা ৪৫ মিনিটে ঐতিহাসিক এই বাড়িতে প্রবেশ করেন নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত মিস ইরমাভ্যান ডিউরেন। তিনিও পুষ্প অর্পণ শেষে ভিতরে চলে যান। সবশেষ বেলা ২ টায় আর্জেন্টিনার রাষ্ট্রদূত এইচ ই মি. মার্সেলো কার্লোস পুষ্পস্তবক অর্পণ করেন।
পরিদর্শন শেষে নিজের অনুভূতি লিখে দেন রাষ্ট্রদূতরা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রদূতদের বঙ্গবন্ধুর পরিবারের অ্যালবাম দেওয়া হয়।