অসহায় এ বাংলাদেশিরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (IOM)-এর কর্মকর্তাবৃন্দ তাদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান। এসময় আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে তাদের প্রত্যেককে পকেট মানি হিসেবে ৬ হাজার ৫০০ টাকা এবং কিছু খাদ্য সমগ্রী উপহার দেয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস ও ত্রিপোলির প্রচেষ্টা এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এরই ধারাবহিকতায় অনিয়মিত বাংলাদেশি নাগরিককে লিবিয়া থেকে অতিদ্রুত দেশে নিয়ে আসা হবে।
এর আগে গত ২৮ ও ৩০ নভেম্বর ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টারে আটক ২৫৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে আনা হয়।
এ নিয়ে তিনটি চাটার্ড ফ্লাইটে ৩৯৮ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে।