মুশফিকের অদ্ভূতুড়ে আউট

0

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে হ্যান্ডলিং দ্য বল বা অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউটের শিকার হয়েছেন মুশফিকুর রহিম।

আন্তর্জাতিক ক্রিকেটে এমন আউটের নজির থাকলেও, বাংলাদেশের কেউ আগে কখনো এমন আউট হননি।

দলীয় রান ৫০ এর ঘরে পৌঁছানোর আগেই ৪ ব্যাটসম্যান হারিয়ে ধুঁকছিল টিম বাংলাদেশ। এ সময় নবাগত শাহাদাত দিপুকে নিয়ে হাল ধরেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। কিন্তু ইনিংসের ৪১তম ওভারে নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন মুশি।

জেমিসনের করা বলটা ভালোভাবে ডিফেন্স করলেও, স্ট্যাম্পে আঘাত হানবে ভেবে হাত দিয়ে সরিয়ে দেন তিনি। ক্রিকেটের নিয়ম অনুযায়ী, কোন ব্যাটসম্যান হাত দিয়ে ইচ্ছাকৃতভাবে বল ধরলে তিনি আউট হবেন। ফলে কিউই ক্রিকেটারদের করা আবেদনের পরিপ্রেক্ষিতে মুশফিককে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার।

এর আগে আন্তর্জাতিক ক্রিকেটে ১০ বার এমন ঘটনা ঘটে। টেস্টে এমন নজির আছে ৭টি। তবে প্রথমবার কোন বাংলাদেশি ক্রিকেটার এ ধরণের আউটের শিকার হলেন।