পরিষেবা
অর্থনীতি
0

সরকারি কর্মকর্তাদের জন্য চালু হলো 'হেল্প ডেস্ক'

Shahinur Sarkar

অডিট সংক্রান্ত ভোগান্তি কমানো, পেনশন সেবাসহ বিভিন্ন সেবার মান উন্নত করতে সরকারি কর্মকর্তাদের জন্য 'হেল্প ডেস্ক' চালু করেছে বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল, সিএজি। সোমবার (৪ ডিসেম্বর) সকালে রাজধানীর কাকরাইলে অডিট ভবনে সিএজি'র কার্যালয়ে এর উদ্বোধন করা হয়।

এর মাধ্যমে অডিট, পেনশন সংক্রান্ত সেবা ছাড়াও সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নিরীক্ষা সংক্রান্ত কার্যক্রম ও সেবার মান বাড়বে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানান সংশ্লিষ্টরা।

এই হেল্প ডেস্কে থাকবে ফিডব্যাক ও মনিটরিং সফটওয়্যার। যার মাধ্যমে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় (সিজিএ), কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) ও অতিরিক্ত মহাপরিচালক (অর্থ), বাংলাদেশ রেলওয়ে এর দেশব্যাপী বিভিন্ন হিসাবরক্ষণ অফিস থেকে সেবা দেয়া আরও সহজ ও জনবান্ধব হবে বলে মত দেন তারা।

একইসঙ্গে সারাদেশে মাঠ পর্যায়ের সকল হিসাবরক্ষণ অফিস থেকে পেনশন সেবাপ্রত্যাশীদের সেবা দেওয়া ও তাদের কাছ থেকে টেলিফোনের মাধ্যমে প্রতিক্রিয়া গ্রহণের জন্য চালু হয়েছে এই হেল্প ডেস্ক।

উল্লেখ্য সেবাগ্রহীতাদের যোগাযোগের জন্য ০১৩০২-৫৮৯৮৫২ ও ০১৮৫৮-৭৫০৬০৬ দুটি হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে।

এসএসএস