আজ (সোমবার, ২৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করতে এসে এ মন্তব্য করেন তিনি। এদিন শহরের রামকৃষ্ণ মিশন, আমলাপাড়া, সাহাপাড়া, বলদেব জিউর আখড়াসহ বিভিন্ন মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বী নেতাদের সাথে সাক্ষাত করেন।
আবদুল্লাহ আল আমিন বলেন, ‘আমরা নারায়ণগঞ্জে শহিদ রিয়া গোপ নামে একটি হেল্প ডেস্ক স্থাপন করেছি। পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের সুবিধার জন্য এ ডেস্ক স্থাপন করা হয়েছে। এছাড়া ৭টি থানায় আমাদের মনিটরিং টিম করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের আমরা সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।’
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জের সাবেক সদস্য সচিব জাবেদ আলমসহ এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।





