ফুটবল
এখন মাঠে
0

বছরের শেষ ম্যাচটি জিততে চায় বাংলাদেশ

ঢাকা

আজ সোমবার (৪ ডিসেম্বর) বিকেল ৩টায় শুরু হবে ম্যাচ।

বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ সাইফুল বারী টিটু বলেছেন, ‘সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচ কঠিন হবে।’ তবে ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদী তিনি।

সিঙ্গাপুরের চেয়ে র‌্যাংকিংয়ে পিছিয়ে থাকলেও প্রথম ম্যাচ খেলে ভয় কেটে গেছে বাংলাদেশের। সাবিনাদের লক্ষ্য এবার জয় দিয়ে বছর শেষ করা।

সিঙ্গাপুরের সামর্থ্য কতটুকু, তা আগের ম্যাচে আঁচ করতে পেরেছেন সাইফুল বারী টিটুর শিষ্যরা। তাই বলা যেতে পারে নিজেদের স্বাভাবিক খেলা খেলেই পরের ম্যাচে জয় পাবে সাবিনার দল। তারপরও সে ম্যাচটাকে সহজভাবে নিচ্ছে না বাংলাদেশ।

প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচে ব্যবধানের বিষয়টি গুরুত্ব দিতে চান না সাবিনাদের কোচ। তিনি বলেন, হোম কন্ডিশন কাজে লাগিয়ে অবশ্যই ম্যাচটি জিততে চাই।

অন্যদিকে সিঙ্গাপুরের কাছে জয় মুখ্য নয়। প্রীতি ম্যাচের মাধ্যমে পরবর্তী টুর্নামেন্টের প্রস্তুতি সারতে চায় তারা। যে কারণে স্কোয়াডের সবাইকে বাজিয়ে দেখছেন দলটির কোচ।

সিঙ্গাপুর নারী ফুটবল দলের কোচ করিম বেনশেরিফা বলেন, 'সত্যি বলতে ফিফা উইন্ডোর ম্যাচগুলো আমরা প্রস্তুতি হিসেবে নিচ্ছি। আর আমরা নিজেদের ভুলগুলো শুধরে নেয়ার চেষ্টা করছি।'

এই সম্পর্কিত অন্যান্য খবর