বছরে ফুল ব্যবসায়ীরা অন্তত ৬০ লাখ রুপি লাভ করছেন। তবে প্রতিবেশী দেশগুলোতে ফুল রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।
নদীয়া জেলার ধানতলা গ্রামে বিস্তৃত মাঠজুড়ে নানা জাতের ফুল চাষ হয়েছে। এ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ ফুল চাষে জড়িত।
চলতি বছর সবচেয়ে বেশি গাঁদা ফুল উৎপাদন হয়েছে। এছাড়া রজনীগন্ধা, গোলাপ, ডালিয়া, গ্লাডিওলাস, চন্দ্রমল্লিকা ও জারবেরাসহ নানা জাতের ফুল চাষ হয়েছে।
মাঠ থেকে ফুল সংগ্রহ করে শহরে নিয়ে আসেন ব্যবসায়ীরা। তবে সম্প্রতি বাংলাদেশ ও নেপালে ফুল রপ্তানি বন্ধ থাকায় ব্যবসার পরিধি কমেছে। এদিকে চাহিদার তুলনায় উৎপাদন বেশি হওয়ায় অনেক ফুল নষ্ট হয়ে যাচ্ছে।
ব্যবসায়ীরা বলেন, কয়েক হাজার মানুষ ফুল চাষ ও ব্যবসার সঙ্গে জড়িত। এ বছর ফুলের চাষ বেশি হয়েছে। কিন্তু আমরা রপ্তানি করতে পারছি না।
নদীয়া জেলার এসব ফুল বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, পাটনা ও হায়দ্রাবাদসহ বিভিন্ন রাজ্যে সরবরাহ করা হয়।