শান্ত'র অর্ধযুগের ক্যারিয়ারটাকে দুইভাগে ভাগ করলে দেখা যাবে একপাল্লায় আগের ৫ বছর, আর অন্য পাল্লায় চলতি বছরটা। নাজমুল হোসেন শান্ত হয়তো মাত্র ১ বছরের পাল্লাটাকেই বেছে নেবেন।
চলতি বছরে মাত্র তৃতীয় টেস্ট খেলছেন শান্ত। এরমধ্যেই ছাড়িয়ে গেছেন আগের সবগুলো বছরকে। চলতি বছরে টেস্টে এ পর্যন্ত তার সংগ্রহ ৪১৫ রান, গড় ৮৩। আগের বছরই ১০ টেস্ট খেলে শান্ত করেছিলেন মোটে ৪১০ রান। গড় ছিল মাত্র ২১ !
দারুণ ছন্দে থাকা শান্ত'র কাঁধে এখন অধিনায়কের গুরুভার। আর সে হিসেবেও গড়েছেন রেকর্ড। প্রথম বাংলাদেশি অধিনায়ক হিসেবে অভিষেক টেস্টে হাঁকিয়েছেন সেঞ্চুরি। ছাড়িয়ে গেছেন সাকিব আল হাসানকেও। নেতৃত্বের অভিষেকে দুই ইনিংস মিলিয়ে সাকিবের ১১২ রান টপকে সর্বোচ্চ রানের মালিকও এখন শান্ত।
দিন শেষে ২৫ বছরের শান্ত অপরাজিত ১০৪ রানে। এটিকে তিনি এগিয়ে নিতে পারেন আরো অনেকদূর। তাতে দলও পাবে বড় লিড। হয়তো ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের সুযোগটাও তাতে তৈরি হবে।





