ইউরোপ
বিদেশে এখন
0

গাজায় না গিয়ে ইসরাইল সফরে ইলন মাস্ক

এম সুজন আকন

বিলিওনিয়ার টাইকুন ইলন মাস্কের বিরুদ্ধে সম্প্রতি ইসরাইলের প্রধানমন্ত্রী আইসাক হেরজোগ অভিযোগ আনেন, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইহুদীবিরোধী প্রচারণা চালাচ্ছেন তিনি।

এরপরই ইসরাইল সফরে আসেন এই কোটিপতি। গেলো ৭ অক্টোবর ইসরাইলে হামাসের আকস্মিক অভিযানের স্থান পরিদর্শন করেন। ইসরাইলের অনুমতি ছাড়া গাজাকে ইন্টারনেট সেবা দেয়া হবে না বলেও জানান তিনি।

এরপরই গাজায় ইসরাইলি সেনাদের নজিরবিহীন ধ্বংসযজ্ঞ দেখাতে ইলন মাস্ককে গাজা সফরের আহ্বান জানিয়েছে হামাস। কিন্তু কেন ইসরাইল সফরে এসেছিলেন ইলন মাস্ক?

ইলন মাস্কের প্লাটফর্ম এক্সকে ইহুদীবিরোধী আখ্যা দিয়ে বিজ্ঞাপন তুলে নেয় অ্যাপল, আইবিএম'এর মতো কর্পোরেট জায়ান্টগুলো। লাখ লাখ ডলার ক্ষতি হয়ে যায় এক্সের। এই ঘটনার জেরে যুদ্ধবিরতির মধ্যে ইসরাইল আসেন মাস্ক। চলতি মাসেই ইহুদীবিরোধী একটি পোস্টে সমর্থন দেন তিনি। এই ঘটনার নিন্দা জানায় জাতিসংঘ আর হোয়াইট হাউজ।

গাজায় ইসরাইলের অভিযান নিয়ে ভয়াবহ কন্টেন্ট আর বিভ্রান্ত তথ্য দিয়ে ইউরোপীয় ইউনিয়নের তোপের মুখে পড়ে এক্স। তবে এ সব অভিযোগই অস্বীকার করেছেন মাস্ক। এরপরই ইসরাইল সফরে আসেন তিনি।

হামাসের হামলার ঘটনাস্থল আর ভিডিও দেখে তিনি বলেন, হামাসকে নির্মূল করা ছাড়া ইসরাইলের করণীয় কিছু নেই। ইসরাইলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ বৈঠকে ইহুদীদের বিরুদ্ধে ঘৃণা বিস্তাররোধে কাজ করার অঙ্গীকার করেন মাস্ক।

এরপরই তীব্র সমালোচনার মুখেও পড়েন মাস্ক। ইসরাইলের বোমা হামলায় এতো হতাহতের ঘটনা ঘটার পরও গাজা সফর না করার বিষয়ে সমালোচিত হন তিনি। ইসরাইল সফরের পর গাজা সফরের জন্য ইলন মাস্ককে আমন্ত্রণ জানান হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা।

এমএসএ

এই সম্পর্কিত অন্যান্য খবর