অতীতের কোনো বছরে ধনীদের এত বেশি সম্পদ বাড়ার রেকর্ড নেই। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে যে শীর্ষ ৫০০ জন বিলিয়নিয়ারের সম্পদ বেড়েছে, তাদের মধ্যে সবার সামনে রয়েছেন প্রযুক্তি খাতের উদ্যোক্তারা।
এ তালিকায় প্রথমেই আছেস এক্সের মালিক ইলন মাস্ক, এরপর মেটা প্লাটফর্মের মালিক মার্ক জুকারবার্গ, রয়েছেন মার্কিনই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজোনের মালিক জেফ বেজোস।
এক বিবৃতিতে বিশ্বের বৃহত্তম ঋণদাতা সংস্থা বিশ্বব্যাংক জানিয়েছে, বিশ্বের শীর্ষ ধনীরা ২০২৪ সালে যে পরিমাণ আয় করেছেন, তা জার্মানি, জাপান এবং অস্ট্রেলিয়ার একই বছরের মোট দেশজ উৎপাদন জিডিপির সমান।