ফুটবল
এখন মাঠে
0

বাফুফেকে মাঠ বুঝিয়ে দিতে ব্যর্থ এনএসসি!

এম সুজন আকন

একটা সময় জাতীয় দলের খেলা মানেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে কলরব। হাজার হাজার দর্শকের চিৎকার আর উল্লাসে ভরপুর গ্যালারি।

তবে ২০১৯ এর মাঝামাঝিতে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হওয়ায় সেই উন্মাদনায় ভাটা পড়ে।

মাস পেরিয়ে বছর। স্টেডিয়ামের অনেক অংশ দৃশ্যমান হলেও, পুরোপুরিভাবে দেখা মিলছেনা নতুন সাজের জাতীয় স্টেডিয়াম। দীর্ঘ চার বছর পেরিয়ে গেলেও এখনও নানা কারণে বাফুফেকে মাঠ বুঝিয়ে দিতে ব্যর্থ জাতীয় ক্রীড়া পরিষদ বা এনএসসি। শিগগিরই মাঠ হস্তান্তরের ব্যাপারেও আছে শঙ্কা।

যে কারণে পরবর্তীতে জাতীয় দলের সব খেলাই অনুষ্ঠিত হয়েছে সিলেট জেলা স্টেডিয়ামে। যাতায়াত, মাঠে পানি জমে যাওয়াসহ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে ফুটবল ফেডারেশনকে। এমন অবস্থায় বাফুফের কাছে আশীর্বাদ হয়ে এসেছে ঢাকার বসুন্ধরার কিংস অ্যারেনা মাঠ।

জাতীয় দলের ম্যাচ আয়োজনে বাফুফের ভরসা বর্তমানে এই কিংস অ্যারেনা। জামাল-তপুদের ফিফা ফ্রেন্ডলি ম্যাচসহ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতেও দিতে হচ্ছেনা ভেন্যু ভাড়া। বিনা খরচে ম্যাচ আয়োজন করতে পারায় নির্ভার বাফুফে।

বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক বলেন, ‘ওরা আমাদের শতভাগ ছাড় দিচ্ছে। অবরোধে আমরা বাইরে খেলতে পারিনি, এই সময় তারা আমাদের খেলতে দিয়েছে।’

তবে ভেন্যুর আর্থিক দিক চিন্তা করতে না হলেও জাতীয় স্টেডিয়ামে দীর্ঘদিন খেলা না হওয়ায় আফসোসও আছে বাফুফের এই সহ-সভাপিতর।

তিনি বলেন, ‘আন্তর্জাতিক এসব খেলাগুলো মানুষ আসলে আশা করে ঢাকাতে হোক। এটা বসুন্ধরায় না করে যদি ঢাকায় করতে পারতাম তাহলে অবশ্যই বেশি মানুষ দেখতে পারতো। ফুটবলতো মানুষের আবেগের জায়গা। কিন্তু সেটাতো আমরা পারছি না।’

তবে বাফুফের এই কর্মকর্তার আশা দেরিতে হলেও দর্শকদের চিৎকারে আবারও জমজমাট হবে দেশের জাতীয় স্টেডিয়ামটি।

এমএসএ

এই সম্পর্কিত অন্যান্য খবর