এখন ভোট
দেশে এখন
0

'নির্বাচনের সময় বাড়ানোর প্রয়োজন হলে দেখবে কমিশন'

Shahinur Sarkar
ঢাকা

দ্বাদশ নির্বাচনের সময় বাড়ানোর প্রয়োজন হলে, সেটা ইসি দেখবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা। সোমবার (২০ অক্টোবর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, বিএনপি নির্বাচন আসতে চাইলে কমিশন স্বাগত জানাবে।

রাশেদা সুলতানা বলেন, বিএনপি নির্বাচনে না আসার কারণে হতাশা রয়েছে। তারা যদি ভোটে আসতে চায় তাহলে স্বাগত জানাবে কমিশন।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের সময় বাড়ানোর যদি প্রয়োজন হয়- সেটাও ভেবে দেখবে ইসি। এক্ষেত্রে আইন দেখে তাদের জন্য ভোটের পথ সৃষ্টি করারও আশ্বাস দেন তিনি। বলেন, কমিশন এখনও প্রত্যাশা করে রাজনৈতিক সংকট নিরসন হবে।

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার কথা জানিয়ে রাশেদা সুলতানা বলেন, দায়িত্ব পালনে কেউ নিরপেক্ষতা হারালে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিবে ইসি।

নির্বাচন কমিশনকে পূর্ণাঙ্গ সহায়তা করা নির্বাচনকালীন সরকারের দায়িত্ব এবং কর্তব্য বলেও মন্তব্য করেন এই নির্বাচন কমিশনার।

এসএসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর