২০১৫ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাছাই পর্বের দুটি ম্যাচে নাস্তানাবুদ হতে হয়েছিলো বাংলাদেশকে । তবে ৮ বছরের ব্যবধানে এ এক বদলে যাওয়া বাংলাদেশ ফুটবল।
মেলবোর্নের এই ম্যাচ সামনে রেখে চলছে জামাল ভূঁইয়াদের প্রস্তুতি। কোচ হাভিয়ের কাবরেরাও পরিকল্পনা সাজাচ্ছে কোন পদ্ধতিতে অস্ট্রেলিয়ার মতো দলের চোখে চোখ রেখে লড়বে।
ব্যক্তিগত নৈপুণ্য, কিংবা দলীয় শক্তি, কোনো কিছুতেই অস্ট্রেলিয়ার ধারে কাছে নেই বাংলাদেশ। আগের দুবারে অসহায় আত্মসমর্পণকে ভুলে নিজেদের সেরাটা দিয়েই খেলতে চান কোচ।
বাংলাদেশ দলের কোচ হাভিয়ের কাবরেরা বলেন, 'অস্ট্রেলিয়া এশিয়ার অন্যতম সেরা দল। খুব সম্ভবত বিশ্বেরও অন্যতম সেরা। শারীরিক দিক দিয়ে ওরা অনেক এগিয়ে। আশা করি, ম্যাচে আমরা ওদের খুব বেশি সেট পিস উপহার দেব না। অবশ্যই এ ম্যাচে আমরা লড়াই করব।'
মেলবোর্নে পৌঁছানোর পর থেকে প্রবাসী বাংলাদেশি ফুটবলপ্রেমীরা দলকে অনুসরণ করছেন টিম হোটেলে কিংবা অনুশীলন মাঠে। অধিনায়ক জামাল ভূঁইয়ার কাছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি 'কঠিন লড়াই'। আর এ লড়াইয়ে প্রবাসীদের পাশে চান তিনি।
জামাল বলেন 'অস্ট্রেলিয়া শক্ত প্রতিপক্ষ। তাদের অনেক খেলোয়াড় প্রিমিয়ার লীগসহ বড় লীগগুলোতে খেলে। তবে আমরা হাল ছাড়ছি না। আশা করি সমর্থকরা আমাদের সাথে থাকবেন।'
বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া ফুটবল ম্যাচটি বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকাল ৩ টায় মেলবোর্ন রেকটাঙ্গুলার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।