সৌদি আরবে দুই সপ্তাহের ক্যাম্প করে বাংলাদেশ। সেখানে সুদানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের পর রোববার (১৭ মার্চ) কুয়েতে পৌঁছেছে টিম বাংলাদেশ। এ দিন জিমে সেশন করেছে ফুটবলাররা।
বৃহস্পতিবার (২১ মার্চ) ফিলিস্তিনের বিপক্ষে ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবসে ফিরতি ম্যাচ খেলতে আসবে যুদ্ধবিধ্বস্ত দেশটি।
বাংলাদেশের স্কোয়াডে আছে নতুন তিন মুখ। ইনজুরির কারণে দলে নেই দারুণ ফর্মে থাকা মোরসালিন ও তারিক কাজী। তবে শৃঙ্খলাভঙ্গের পর আবারও জাতীয় দলে ফিরেছেন তপু বর্মণ ও আনিসুর জিকো।
এর আগে সবশেষ বিশ্বকাপ বাছাই পর্বের হোম ম্যাচে লেবাননের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ ফুটবল দল।