বুধবার ডোডা শহরের বাটোতে-কিশতোয়ার জাতীয় সড়কের ত্রূঙ্গল-আসারের কাছে বাসটি সড়ক থেকে ছিটকে ৩০০ ফুট নিচে পড়ে এ দুর্ঘটনা হয় বলে জানান জম্মুর বিভাগীয় কমিশনার রমেশ কুমার।
ভারতের ইউনিয়ন মন্ত্রী ডা. জিতেন্দ্র সিং এক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে জানান, আহতদের ডোডা ও কিশতোয়ারের সরকারি হাসপাতালে নেয়া হয়েছে। আহতদের হাসপাতালে নিতে একটি হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান তিনি।
এ ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদি এক্সে এক পোস্টে জম্মু ও কাশ্মীরের ডোডার বাস দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ২ লাখ রুপি ক্ষতিপূরণ ও আহতদের ৫০ হাজার রুপি করে দেয়া হবে বলে জানিয়েছে মোদী সরকার।