শুক্রবার প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস অনুষদের অধ্যাপক অবদুস সাত্তার। সভাপতিত্ব করেন শিল্পী শাহানুর রহমান। যিনি আর্ট ইকো ফাউন্ডেশনের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা ড. খান এম সেলেহিন।
‘প্রবর্তনা’-র নামের মধ্যেই যেন এক ধরনের আহ্বান নিহিত—নতুন করে দেখা, ভাবা ও সৃষ্টির। এ প্রদর্শনীতে অংশ নিয়েছেন বারোজন শিল্পী, যাদের প্রত্যেকেই নিজস্ব ভাবনার ভিতর থেকে সমাজ, প্রকৃতি ও মানুষকে তুলে ধরেছেন নতুন ভাষায়। তারা হলেন: শাহানুর রহমান, বনি রহমান, ইরফাত আলী শিল্পী, ইসরাত জাহান, ফারিন আহমেদ, কাজরী কাজ, আলিজ চৌধুরী, ইয়াসমিন মাহিন, ছোঁয়া আরেফিন, ওউয়েন্স লরেন্স গোমেজ, সৈয়দ নাজমুস সাকিব ও হিরক নোকরেক।
আরও পড়ুন:
এই প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হলো মাধ্যমের বৈচিত্র্য। এখানে যেমন রয়েছে অ্যাক্রিলিক ক্যানভাস, তেমনি আছে মিক্সড মিডিয়া, ইনস্টলেশন এবং আসবাবশিল্পে রূপান্তরিত পেইন্টিং। শিল্পী হিরক নোকরেক তার অ্যাক্রিলিক-ক্যানভাসে পাহাড়ি গারো সমাজের প্রতিদিনের জীবনচিত্র ফুটিয়ে তুলেছেন—ক্ষেতে কাজ করা নারী, পথে যাওয়া পুরুষ, প্রকৃতির সঙ্গে সহাবস্থানের দৃশ্য।
অন্যদিকে সৈয়দ নাজমুস সাকিব তার ‘সিটি স্কেপ’-এ মিক্সড মিডিয়ায় দেখিয়েছেন নগরজীবনের জটিলতা—রিকশা, কাক, বৈদ্যুতিক তারের বিশৃঙ্খলা আর মানুষের ছুটে চলা—উপস্থাপন করেছেন এক নতুন ভঙ্গিতে।
আয়োজক আর্ট ইকো ফাউন্ডেশনের জানায়, ‘প্রবর্তনা’ তাদের নিয়মিত শিল্পচর্চার ধারাবাহিক অংশ। প্রতিষ্ঠানের লক্ষ্য শুধু প্রদর্শনী নয় বরং শিল্পীদের জন্য একটি সংলাপমুখর, গবেষণানির্ভর ও অংশগ্রহণমূলক প্ল্যাটফর্ম তৈরি করা। তারা নিয়মিত প্রদর্শনী, কর্মশালা ও আলোচনার মাধ্যমে তরুণ প্রজন্মের শিল্পচর্চায় নতুন দিগন্ত খুলে দিতে চায়।





