দোহাজারী-কক্সবাজার রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা | ছবি: সংগৃহীত
0

দোহাজারী-কক্সবাজার রেলপথের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা সাড়ে ১২টায় তিনি এই রেলপথের উদ্বোধন করেন। এরপর তিনি কক্সবাজার আইকনিক স্টেশন ঘুরে দেখেন।

এর আগে সকাল ৯টা ৪৫ মিনিটে বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকা থেকে কক্সবাজারে যান প্রধানমন্ত্রী।

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বলেন, কথা দিয়েছিলাম, কথা রাখলাম। চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ১০১ কিলোমিটার রেললাইন নির্মাণ হলো। রেল সংযোগে অন্তর্ভুক্ত হলো দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার।

শেখ হাসিনা আরও বলেন, যারা আগুন দিয়ে মানুষ মারে তারা চোখে অন্ধ নয়, মনে অন্ধকার। আর চোখ থাকতে যারা অন্ধ তারাই উন্নয়ন চোখে দেখে না। রেলওয়ের কোনো জিনিস নষ্ট না করে নিজের সম্পদ মনে করতে হবে। এসময় তিনি রেলপথ ও স্টেশন যত্ন সহকারে ব্যবহারের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

আরো পড়ুন:

প্রধানমন্ত্রী বলেন, আমি বঙ্গবন্ধুর মেয়ে, ক্ষমতার লোভে কারও হাতে দেশের সম্পদ তুলে দিতে রাজি নই। আর যোগাযোগ ব্যবস্থা সহজ হলে পর্যটনেও বড় পরিবর্তন আসবে। সরকার ট্রেনে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে বলেও জানান তিনি।

এর আগে সভাপতির বক্তব্য দেন রেলমন্ত্রী নূরুল ইসলাম। তিনি বলেন, আগামী ১ ডিসেম্বর বাণিজ্যিকভাবে ঢাকা-কক্সবাজার ট্রেন চলাচল শুরু হবে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আইকনিক রেলস্টেশন ও রেলপথ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে সর্বসাধারণের যাতায়াত নিষিদ্ধ করা হয়েছে।

সেজু