প্রায় ৫০ কোটি প্রযুক্তি পণ্য ত্যাগ করলো যুক্তরাজ্যের মানুষ

ফাস্ট টেক
ফাস্ট টেক | ছবি: সংগৃহীত
0

গত এক বছরে প্রায় ৫০ কোটি অব্যবহৃত ছোট প্রযুক্তি পণ্য ছুঁড়ে ফেলেছে যুক্তরাজ্যের মানুষ। এসব পণ্যের মধ্যে আছে তার, লাইট, মিনি ফ্যান, ডিসপোজেবল ভেপসহ আরো অনেক কিছুই। তবে ফাস্ট টেক এসব পণ্যে কাঁচামালের আছে ব্যাপক চাহিদা। আবার পুনরায় ব্যবহারও করা যায়।

অলাভজনক সংস্থা ম্যাটেরিয়াল ফোকাসের একটি গবেষণায় এ তথ্য ওঠে এসেছে। প্রায় দুই হাজার মানুষের উপর করা এই গবেষণায় জানা গেছে, বর্তমান প্রযুক্তির ফ্যাশনের সঙ্গে যুক্ত এসব পণ্য দ্রুত বর্ধনশীল ই-বর্জ্য। সেইসঙ্গে আরো জানা গেছে এখনো গড়ে প্রতিটি বাড়িতে প্রায় ৩০টির মতো অব্যবহৃত বৈদ্যুতিক সরঞ্জাম আছে।

গবেষণায় জানা গেছে, গত এক বছরে ৪৭১ মিলিয়ন 'ফাস্ট টেক' পণ্য ফেলে দেয়া হয়েছে। যার মধ্যে আছে,

* ২৬০ মিলিয়ন ডিসপোজেবল ভেপ

* ৩০ মিলিয়ন এলইডি, সোলার ও ঘর সাজানোর বাতি

* ২৬ মিলিয়ন ক্যাবল

* ১০ মিলিয়ন ইউএসবি স্টিক

* ৭ মিলিয়ন কর্ডলেস হেডফোন

* ৫ মিলিয়ন মিনি ফ্যান

ফেলে দেওয়া এসব পণ্যের মধ্যে মূল্যবান কাঁচামাল রয়েছে যা পুনরায় ব্যবহার করা যাবে। ম্যাটেরিয়াল ফোকাসের নির্বাহী পরিচালক স্কট বাটলার বলেছেন, মানুষ বুঝতে পারছে না এর মধ্যে মূল্যবান কাঁচামাল রয়েছে। তারা সেগুলোকে ঝুড়িতে ফেলে দিচ্ছে। যার ফলে আমরা এগুলো পুনরায় ব্যবহারের পরিবর্তে সবকিছু হারিয়ে ফেলছি।

পুরো বিশ্বে একই চিত্র। ওয়াস্ট ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইকুইপমেন্ট ফোরাম এর গবেষণা অনুযায়ী, বছরে ৯ বিলিয়ন কেজি 'ফাস্ট টেক' প্রযুক্তি পণ্য ফেলে দেয় ব্যবহারকারিরা। গবেষণায় আরও দেখা যায়, ২০১৭ সাল থেকে ইলেকট্রনিক বর্জ্য কমছে। ৬০ শতাংশ মানুষের দাবি, তারা তাদের ব্যবহৃত বৈদ্যুতিক পণ্য আবারো ব্যবহার করে।

এসএসএস