প্রায় ৫০ কোটি প্রযুক্তি পণ্য ত্যাগ করলো যুক্তরাজ্যের মানুষ
গত এক বছরে প্রায় ৫০ কোটি অব্যবহৃত ছোট প্রযুক্তি পণ্য ছুঁড়ে ফেলেছে যুক্তরাজ্যের মানুষ। এসব পণ্যের মধ্যে আছে তার, লাইট, মিনি ফ্যান, ডিসপোজেবল ভেপসহ আরো অনেক কিছুই। তবে ফাস্ট টেক এসব পণ্যে কাঁচামালের আছে ব্যাপক চাহিদা। আবার পুনরায় ব্যবহারও করা যায়।