নগর কৃষি
কৃষি
0

মেহেরপুরে জনপ্রিয় হচ্ছে চায়না, দার্জিলিং মাল্টা ও কমলার চাষ

মেহেরপুরে জনপ্রিয় হয়ে উঠেছে চায়না ও দার্জিলিং মাল্টা ও কমলা চাষ। যাতে স্বাবলম্বী হতে শুরু করেছেন অনেকে। চলতি বছর জেলার ৭৬ হেক্টর জমিতে চাষ হয়েছে এসব ফল। যেখান থেকে ২ হাজার ৪শ ৩২ টন ফল পাওয়ার আশা কৃষি বিভাগের। যার আনুমানিক বাজার মূল্য ২০ কোটি টাকা।

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী ছোট্ট জেলা মেহেরপুর। ভৌগোলিক কারণে বৈচিত্র্যময় ফল ফসল আবাদের জন্য বেশ খ্যাতি রয়েছে এই জেলার। এছাড়াও জেলায় জনপ্রিয় হয়ে উঠেছে চায়না ও দার্জিলিং জাতের মাল্টা আর কমলা আবাদ।

কৃষকরা জানান, প্রতিবিঘা জমিতে ৮০ থেকে একশ গাছ রোপণ থেকে ফল উৎপাদন পর্যন্ত খরচ ৪৫ থেকে ৫০ হাজার টাকা। যেখান থেকে বছর ঘুরতেই ফলন পাওয়া যায় ১শ টন পর্যন্ত। বাজারে প্রতি মণ কমলা ৩৬শ থেকে ৪ হাজার আর মাল্টা বিক্রি হয় ১৮শ থেকে ২২শ টাকা পর্যন্ত।

স্বল্প খরচে ভালো লাভ পাওয়ায় মাল্টা ও কমলা আবাদে ঝুঁকছেন এ অঞ্চলের মানুষ। সৃষ্টি হচ্ছে নতুন নতুন কর্মসংস্থান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেবে চলিত মৌসুমে জেলার ৭৬ হেক্টর জমিতে মাল্টা ও কমলা আবাদ হয়েছে। যেখান থেকে অন্তত ২০ কোটি টাকার ফল বিক্রির আশা তাদের।

মেহেরপুর সদরের উপসহকারী কৃষি কর্মকর্তা চাইনা খাতুন বলেন, ‘ফলন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যদি ডাল-পালাগুলো ছেঁটে, কীটনাশক স্প্রে এবং সার দিয়ে রাখা যায়, তাহলে আগামী বছরের জন্য ফলন আরো ভালো হবে।’

মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, ‘আমরা এ জাতের মাল্টা ও কমলার চাষের সম্প্রসারণের পরামর্শ দিচ্ছি। যেহেতু বিদেশি মাল্টা দাম বেশি তাই দেশীয়ভাবে উৎপাদন করে আমরা অনেক টাকা সাশ্রয় করতে পারি।’

বিদেশি ফল মাল্টা ও কমলার উৎপাদন বাড়াতে পারলে কৃষকরা লাভবান হওয়ার পাশাপাশি আমদানি নির্ভরতা কমবে বলে আশা সংশ্লিষ্টদের।

এএম

এই সম্পর্কিত অন্যান্য খবর
শীতকালীন সবজি ফুলকপি চাষ করে ফলন পাননি চুয়াডাঙ্গার কৃষকরা

ঝালকাঠিতে বাণিজ্যিকভাবে উৎপাদন বাড়ছে ভার্মি কম্পোস্ট সারের

ন্যূনতম সংস্কারের পর যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচন হবে: অধ্যাপক মিয়া গোলাম

উত্তরাঞ্চলে ধান কাটার ধুম, আর্থিকভাবে লাভবান হওয়ার আশা কৃষকদের
উত্তরাঞ্চলে ধান কাটার ধুম, আর্থিকভাবে লাভবান হওয়ার আশা কৃষকদের

শীতের আগমনে ব্যস্ততা বেড়েছে গাছিদের

ঝালকাঠিতে কৃষকের বাজার 'স্বস্তি' উদ্বোধন

বস্তায় আদা চাষে আগ্রহ বাড়ছে জামালপুরে কৃষকদের

হবিগঞ্জে অতিবৃষ্টিতে ব্যাহত শীতকালীন সবজি চাষ
হবিগঞ্জে অতিবৃষ্টিতে ব্যাহত শীতকালীন সবজি চাষ

উত্তরাঞ্চলে সবজির দাম কমায় স্বস্তি ফিরছে বাজারে

ঝিনাইদহে ড্রাগন ফলের বাজার ৮শ' কোটি টাকা
ঝিনাইদহে ড্রাগন ফলের বাজার ৮শ' কোটি টাকা

লক্ষ্যমাত্রার সমপরিমাণ আউশ ধান উৎপাদন যশোরে

নেত্রকোণায় আকস্মিক বন্যায় ক্ষতি ৩১৫ কোটি টাকার ফসল