মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসেব অনুযায়ী, চলিত মৌসুমে মেহেরপুর জেলার তিন উপজেলায় ১৯ হাজার ৪২৭ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।
প্রতি হেক্টরে লক্ষ্যমাত্রা রয়েছে ৪ দশমিক ৩৬ টন করে। সে হিসেবে চলতি মৌসুমে জেলায় ৮৪ হাজার ৭৬১ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। প্রতিটন ধানের সরকারি বাজার মূল্য ৩৯ হাজার ৬০০ টাকা।
সে হিসাবে এবার ৩৩৫ কোটি ৬৫ লাখ ৩৫ হাজার ৬০০ টাকার ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে।