পরিবেশ ও জলবায়ু , গ্রামীণ কৃষি
কৃষি
0

রিমালের প্রভাবে বৃষ্টিপাত, নওগাঁয় ফসলের মাঠে স্বস্তি

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা বৃষ্টি যেন আশীর্বাদ হয়েছে নওগাঁর ফসলের মাঠের জন্য। দীর্ঘদিন ধরে চলা দাবদাহ থেকে রক্ষা পেয়েছেন সেখানকার চাষিরা। একদিনের বৃষ্টির ফলেই আগামী এক মাস ফসলের মাঠে সেচ দিতে হবে না চাষিদের। এতে খরচ বাঁচবে ৪ কোটি টাকা।

ঘূর্ণিঝড় রিমালের দাপটে যখন লণ্ডভণ্ড বিভিন্ন এলাকা তখন সাপেবর হয়ে ধরা দিয়েছে নওগাঁর মানুষের কাছে।

গেল কয়েক সপ্তাহ ধরে নওগাঁর উপর দিয়ে বয়ে যাওয়া দাবদাহের প্রভাব পড়েছিল ফসল ও সবজি চাষাবাদে। যাতে প্রতিনিয়ত বিকল্প সেচ ব্যবহার করতে বাধ্য হচ্ছিলেন সেখানকার কৃষক। যাতে বিঘাপ্রতি বাড়তি খরচ গুণতে হচ্ছিল ৮০০ টাকা। তবে রিমালের প্রভাবে বৃষ্টি সেই খরচ থেকে অনেকটাই রেহাই দিয়েছে তাদের।

কৃষক বলেন, গরমে প্রচুর খরা ছিল। অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। ফসল নষ্ট হয়ে যাচ্ছিল কিন্তু বৃষ্টি আমাদের অনেক উপকার করছে। এক বিঘায় সেচ দিতে ৮০০ টাকা লাগতো। এখন আগামী একমআস আর পানির খরচ লাগবে না।

মাত্র একদিনের বৃষ্টিতে ফসলের ও সবজির মাঠে ফিরে এসেছে সজিবতা। এতে একমাস নতুন করে আর সেচ খরচ করতে হবে না।

শাকসবজির পাশাপাশি উপকার হয়েছে আমের বাগানেও। এতে আম ঝরে পড়া কিছুটা রোধ হবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ।

তিনি বলেন, 'এ বৃষ্টির কারণে কৃষক আউশ ও আমনের বীজতলা রোপন কাজ নির্বিঘ্নে করতে পারবে। ফসল নষ্টের পরিমাণ অনেক কম যাবে।'

কৃষি বিভাগের হিসেবে এই জেলায় প্রায় ৭ হাজার ২০০ হেক্টর জমিতে গ্রীষ্মকালীন শাকসবজির আবাদ হয়েছে।