দূর থেকে চোখে পড়লে মনে হবে বেগুণি রং এর ফুলে ভরে উঠেছে মাঠ। কিন্তু আসলে এগুলি পার্পল লিফ রাইস জাতের বেগুনি রঙের ধান।
রবিউল ইসলাম ১২ কাঠা জমিতে চাষ করছেন পার্পল লিফ রাইস জাতের ধান। নিছক শখের বসে চাষ শুরু করেছেন। মাঠে সবুজ ধানের বেষ্টনীর মধ্যে বেগুনি এ ধানক্ষেতটি প্রথম দেখায় দৃষ্টি কাড়ছে সবার। এই ধান দেখতে দুরদূরান্ত থেকে ছুটে আসছেন কৃষক ও গ্রামবাসীরা।
রবিউল ইসলাম বলেন, 'কুরিয়ার সার্ভিসে করে চাঁপাই থেকে নিয়ে এসেছি। তারপর রোপন করেছি। এটা বেগুনী রঙ। আমার কাছে ভালো লেগেছে, সেজন্য জিনিসটা আগ্রহ করে লাগিয়েছি।'

কৃষকদের মধ্যে একজন বলেন, 'দুলালী সুন্দরী ধান, নামটা জানে না সবাই। আনকমন ধান তো, সেজন্য সবাই জানে না, চিনে না।'
চাঁপাইনবাবগঞ্জে বেগুনি জাতের এ ধান নতুন, তাই কৃষকদের মধ্যে এনিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। ফসল কাটার পর এর পুষ্টিগুণ যাচাই করে আগামীতে কৃষকদের মধ্যে এর বিস্তার ঘটানো হবে বলে জানায় জেলা কৃষি বিভাগ।
চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইয়াছিন আলী বলেন, 'একজন কৃষক ধান চাষ করেছেন যার পাতা বেগুনী রঙের এবং ধানও বেগুনী রঙের হবে। এ জন্য এতে প্রচুর পরিমাণে অ্যান্ট্রা-অক্সিজেন থাক যা আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। যদি এর ফলন বালো হয়, যেহেতু এর মধ্যে পুষ্টিগুণ বেশি, সেজন্য আমরা এটা সম্প্রসারণের উদ্যোগ নিবো।'
নতুন প্রজাতির এই ধান পুরোপুরি পরিপক্ক হবার পর চালের রং হয় বেগুনি।