আলুর এমন সংরক্ষণ মূল্য নির্ধারণ করায় ক্ষোভ প্রকাশ করেছেন কৃষক এবং ব্যবসায়ীরা। গেল বছর আলুর বাড়তি দামে ক্ষোভ ছিল মানুষের।
এবার আলুর দাম কম হওয়ায় ভোক্তারা কিছুটা স্বস্তি প্রকাশ করলেও হঠাৎ সংরক্ষণ খরচ বাড়ায় আলুর দাম আবারো বাড়তে পারে বলে আশঙ্কা তাদের।
এমন অবস্থায় সরকারের কাছে হিমাগারে সংরক্ষণ খরচ কমানোর দাবি কৃষকদের। এদিকে, বিদ্যুৎ খরচ ও অ্যামোনিয়া গ্যাসের দামসহ আনুষঙ্গিক খরচ বাড়ায় দাম বাড়ানো হয়েছে বলে জানায় হিমাগার মালিক সমিতি।