কৃষি
0

ময়মনসিংহে ছাদ বাগানিদের মধ্যে উন্নতমানের চারা বিতরণ

ছাদ বাগানে মানুষকে উৎসাহিত করতে ময়মনসিংহ শহরের ছাদ বাগানিদের মধ্যে উন্নতমানের চারা বিতরণ করা হয়েছে। আজ (শুক্রবার, ২০ ডিসেম্বর) বিকেলে ইউএসএআইডির অর্থায়নে ফিড দ্য ফিউচার প্রোগ্রাম, হর্টিকালচার ইনোভেশন ল্যাব, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ইউসিড্যাভিসের তত্ত্বাবধানে ময়মনসিংহ শহরের ৩০ জন ছাদবাগানির হাতে উন্নত মানের ফল, সবজি এবং ওষুধি গাছের চারা তুলে দেয়া হয়।

এ উদ্যোগের লক্ষ্য হলো বাগানিদের খাদ্য নিরাপত্তা, পুষ্টি বৃদ্ধি, আয় বৃদ্ধি এবং কৃষির প্রতি আগ্রহ বৃদ্ধি করা। যাতে তারা স্বাবলম্বী হতে পারেন।

চারা বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও প্রকল্পের মুখ্য গবেষক ড. মো. আনোয়ারুল আবেদিন, সহযোগী গবেষক অধ্যাপক ড. মাহমুদ হোসেন সুমন, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরীয়া ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার ড. উম্মে হাবিবা, পিএইচডি শিক্ষার্থী লাজিনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, যেভাবে গাছ কেটে ফেলা হচ্ছে তাতে পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। জলবায়ু পরিবর্তনের জন্য শহরাঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাই শহরের প্রতিটি বাড়ির ছাদে বাগান করার মাধ্যমে কিছুটা হলেও পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব।

তারা আরো বলেন, ময়মনসিংহের অনেক এলাকায় উন্নত মানের চারার অভাব রয়েছে, যা বাগানীদের উৎপাদন কমিয়ে দেয়। ইউএসএআইডির এই উদ্যোগটি স্থানীয় বাগানীদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে এবং তাদের আয়ের স্তর উন্নত করবে। এই প্রকল্পের আওতায় বাগানীদের প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তারা ছাদবাগানের বিভিন্ন দিক সম্পর্কে আরও জানতে পারেন এবং দক্ষতা অর্জন করতে পারেন।

স্থানীয় ছাদ বাগানী নুরুজ্জামান বলেন, ‘ইউএসএআইডির এই প্রকল্পের মাধ্যমে কাজ সহজ হবে এবং উৎপাদন বাড়ানোর সুযোগ তৈরি হবে। আরেক ছাদ বাগানী ফারহানা আজাদ সোমা বলেন, উন্নত মানের ফল এবং সবজি চারা বিনামূল্যে দেয়া হচ্ছে, এতে করে বাগানে ফলন বাড়বে এবং আমাদের পুষ্টির চাহিদা পূরণ হবে।’

এএইচ