বিশ্ব ইজতেমায় ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে

এখন জনপদে
0

টঙ্গীর তুরাগ তীরে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন হয়েছে। আজ (শনিবার, ১ ফেব্রুয়ারি) বাদ আসর ইজতেমার মূল বয়ান মঞ্চের পাশেই যৌতুকবিহীন বিয়ের আসর বসে। বিয়ে পড়ান ভারতের মাওলানা যুহাইরুল হাসান। বিয়ে সম্পন্ন হওয়ার পর নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করে মোনাজাত করা হয়।

এ সময় মূল বয়ান মঞ্চের আশপাশের মুসল্লিদের খেজুর বিতরণ করা হয়। বিশ্ব ইজতেমার শূরায়ে নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রতিবছর ইজতেমায় এই ধরনের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। শনিবার সকাল থেকেই অভিভাবকরা পাত্র-পাত্রীদের নাম তালিকাভুক্ত করাতে শুরু করেন।

বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমির নিয়মানুযায়ী। নিয়ম অনুযায়ী মোহরানা ধরা হয় দেড়শ তোলা রূপা বা এর সমমূল্যের অর্থ। কেউ কেউ ভিন্ন ভিন্ন মোহরে বিয়ে করেন।

ইএ