ইজতেমা ময়দানে বৃহৎ জুমার জামাত, লাখ লাখ মুসল্লির অংশগ্রহণ

এখন জনপদে
0

কড়া নিরাপত্তা বলয়ে টঙ্গীর তুরাগ তীরে চলছে নিজামুদ্দিন অনুসারীদের (সাদ কান্ধলভীপন্থি) বিশ্ব ইজতেমা। আজ (শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি) ইজতেমা ময়দানে বৃহৎ জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে গাজীপুর ও আশপাশের এলাকার লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

জুমার নামাজে ইমামতি করবেন মাওলানা সা'দ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। এর আগে বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন জেলার মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে থাকেন। বিশেষ করে বিপুল সংখ্যক বিদেশি মুসল্লি বৃহস্পতিবার রাতে ময়দানে এসে অবস্থান নেন।

এদিকে শুক্রবার সকালে ইজতেমা ময়দানে এসে উপস্থিত হয়েছেন আলমি মারকাজ নিজামুদ্দিনের আমীর মাওলানা সা'দ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ ও ছোট ছেলে ইলিয়াস বিন সাদ।

এবারই প্রথম শবে বরাতের রজনীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি শুক্রবার রাতে টঙ্গীর তুরাগ তীরে ইজতেমার ময়দানে একসঙ্গে পবিত্র শবে বরাতে ইবাদত বন্দেগিতে মশগুল হবেন বলে জানা গেছে।

পবিত্র ও মর্যাদাপূর্ণ এই রজনীতে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হওয়ায় মুসল্লিদের মাঝে বাড়তি এক আবেগ কাজ করছে। ঢাকা ও গাজীপুরের আশপাশের লাখো মুসল্লি মাগরিবের নামাজের পর থেকে ইজতেমার ময়দানে অবস্থান করবেন। বিশ্ব ইজতেমার এই পর্বে অংশ নিচ্ছেন তাবলীগ জামাতের মাওলানা সা'দ কান্ধলভীর অনুসারীরা।

শুক্রবার ফজরের পর বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার (নিজামুদ্দিন)। তার বয়ান তরজমা করেন মুফতি আজিম উদ্দিন। জুমার নামাজের পর বয়ান করবেন ওয়াসিফুল ইসলাম (কাকরাইল)। আসর নামাজের পর বয়ান করবেন হাফেজ মনজুর (নিজামুদ্দিন)। তরজমা করবেন মাওলানা রুহুল আমিন। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা জমশেদ (নিজামুদ্দিন)। তার বয়ান বাংলায় তরজমা করবেন বাংলাদেশের মাওলানা মুনির বিন ইউসুফ।

শনিবার বাদ ফজর বয়ান করবেন ইলিয়াস বিন সাদ। তার বয়ান বাংলায় তরজমা করবেন মাওলানা ওসামা ইসলাম। বাদ মাগরিব বয়ান করবেন মাওলানা ইউসুফ বিন সাদ, তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।

এদিকে, নিজামউদ্দিন অনুসারীদের বিশ্ব ইজতেমায় দিদার তরফদার (৫৫) নামে এক মুসল্লি মারা গেছেন। বৃহস্পতিবার রাতে ইজতেমা ময়দানে তিনি অসুস্থ হয়ে পড়েন।

সাদ অনুসারীদের ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক মো. সায়েম বলেন, ‘বৃহস্পতিবার মধ্যরাতে ইজতেমা ময়দানে অসুস্থ হয়ে পড়েন দিদার। পরে তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।’

দিদার তরফদারের বাড়ি খুলনা নগরীর লবণচড়া থানার বাঙালগলি গ্রামে। তিনি তৈয়ব আলীর ছেলে। ইজতেমার তৃতীয় ধাপে ময়দানের ৪১ নম্বর খিত্তায় (তাঁবুর নির্দিষ্ট এলাকা) অবস্থান নিয়েছিলেন দিদার। আজ (শুক্রবার) ইজতেমা ময়দানে তাঁর নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। পরে স্বজনদের কাছে লাশ পাঠানো হবে।

এর আগে গত ৩১ জানুয়ারি শুরু হয়ে টানা ছয় দিন চলে শুরায়ে নেজাম (জুবায়েরপন্থি) তাবলীগ জামাতের প্রথম পর্বের ইজতেমা। ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দুই ধাপের প্রথম পর্বের বিশ্ব ইজতেমার সমাপ্তি ঘটে। মাঝে আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে দিল্লির নিজামুদ্দিন মারকাযের অনুসারী (মাওলানা সাদপন্থি) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিচ্ছেন।

এএইচ