সাজেকে পর্যটকবাহী জীপ উল্টে ৮ পর্যটক আহত

এখন জনপদে
0

রাঙামাটির বাঘাইছড়ির পর্যটন কেন্দ্র সাজেকে যাওয়ার পথে জিপ গাড়ি উল্টে ৮ পর্যটক আহত হয়েছেন। আজ (সোমবার, ২৭ জানুয়ারি) সকালে সাজেকে যাওয়ার পথে মাচালং বাজার থেকে দুই কিলোমিটার আগে একুজ্জাছড়ি উত্তর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

আহতদের খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করা যায়নি। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, পর্যটকবাহী জিপ (স্থানীয়দের কাছে চাঁদের গাড়ি হিসেবে পরিচিত) বাঘাইহাট থেকে সাজেক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে গাড়িতে থাকা ১২ পর্যটকের মধ্যে ৮ জন আহত হন।

স্থানীয়দের সহায়তায় সেনা সদস্যরা আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে গেল ৭ জানুয়ারি দুপুরের দিকে বাঘাইহাট থেকে সাজেকে যাওয়ার পথে সিজকছড়া নামক স্থানে জীপ (চাঁদের গাড়ি) খাদে পড়ে ৬ পর্যটক আহত হন।

পর্যটকবাহী ওই জিপ গাড়িতে নোয়াখালী মহিলা কলেজের ১২জন শিক্ষার্থী ছিলেন।

এএইচ