এখন মাঠে
এখন জনপদে
0

রাঙামাটি রিজিয়ন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ভোলকান ক্লাব চ্যাম্পিয়ন

রাঙামাটি রিজিয়ন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদকে ৪ ইউকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ভোলকান ক্লাব। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ ইউকেট হারিয়ে ১৩৩ রান সংগ্রহ করে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ। জবাবে দ্বিতীয় ইনিংসে ১৯ ওভার ৩ বলে ৬ উইকেট হারিয়ে ১৩৩ রান করে জয় পায় ভোলকান ক্লাব।

আজ (রোববার, ২৬ জানুয়ারি) রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত ওসমান, এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি।

রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে লেফটেন্যান্ট কর্নেল মাহাতাব খান, রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, রাঙামাটি জেলা জামায়াতের আমীর আব্দুল আলীম উপস্থিত ছিলেন।

ইএ