অপরাধ ও আদালত
এখন জনপদে
0

বান্দরবানে ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ সদস্য গ্রেপ্তার

বান্দরবানে ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি মোটর সাইকেল, ৫টি মোবাইল ফোন ও ডাকাতিকালে ব্যবহৃত একটি পোর্টেবল ষ্টিক উদ্ধার করা হয়েছে। আজ (রোববার, ২৬ জানুয়ারি) দুপুরে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার।

পুলিশ জানায়, গত ৪ জানুয়ারি ইফসা এনজিও কর্মী জাহেদ হাসান তার ব্যবহৃত মোটর সাইকেল নিয়ে কর্মস্থলে যাওয়ার সময় একটি ডাকাত দল পথ অবরোধ করে নগদ টাকা, মোবাইল ফোনসহ মোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায়। পরবর্তীতে জাহেদ হাসান বাদী হয়ে লামা থানায় একটি মামলা দায়ের করে। সে মামলার প্রেক্ষিতে ডাকাত দলের সদস্যদের ধরতে মাঠে নামে পুলিশ।

চকরিয়া, লোহাগাড়াসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের মূলহোতাসহ ৪ সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি মোটর সাইকেল, ৫টি মোবাইল ফোন ও ডাকাতিকালে ব্যবহৃত একটি পোর্টেবল ষ্টিক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলেন মো. খায়রুল আমিন প্র. গুরামনি (২১), জাহিদুল ইসলাম মানিক (২২), মো. সালাউদ্দিন (২৫), মো. দিদার (২৫), হাবিবুর রহমান প্রকাশ গুটি (২০), আনোয়ার হোসেন (২৫), আবু শরীফ (২২)। তারা সকলেই বান্দরবান জেলার লামা ও কক্সবাজার জেলার চকরিয়া এলাকার বাসিন্দা।

এ বিষয়ে পুলিশ সুপার শহীদুল্লাহ কাওছার বলেন, 'বান্দরবানের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আমাদের এই অভিযান।' এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

ইএ