বান্দরবানে ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ সদস্য গ্রেপ্তার
বান্দরবানে ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি মোটর সাইকেল, ৫টি মোবাইল ফোন ও ডাকাতিকালে ব্যবহৃত একটি পোর্টেবল ষ্টিক উদ্ধার করা হয়েছে। আজ (রোববার, ২৬ জানুয়ারি) দুপুরে বান্দরবান পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওছার।