ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসির বাসভবন ঘেরাও করতে আসা সাত কলেজ শিক্ষার্থীদের ধাওয়া দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সাত কলেজ শিক্ষার্থীরা পিছু হটে নীলক্ষেত মোড়ে অবস্থান নিয়েছেন। তবে উভয় পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপ চলছে। দফায় দফায় চলছে সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে চার প্লাটুন বিজিবি।
রোববার (২৬ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনার সূত্রপাত হয়েছে। এতে নীলক্ষেত মোড়ে ঢাবি শিক্ষার্থী ও অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সহায়তায় ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টায় সাত কলেজ শিক্ষার্থীরা সাইন্সল্যাব, টেকনিক্যাল মোড় অবরোধ করেন। এর পর রাজধানীর তাঁতীবাজারেও অবরোধ করেন তারা
সাত কলেজ শিক্ষার্থীদের অভিযোগ, তাদের সমস্যা ও ভর্তির আসন সংখ্যা কমানোর বিষয়ে ঢাবির প্রো-ভিসি (শিক্ষা) কাছে গেলে তিনি অশোভন আচরণ করে রুম থেকে বের করে দেন।
এর পরই পরিস্থিতি ঘোলাটে হতে শুরু করে। রাতে যা অবরোধ থেকে সংঘর্ষে রূপ নেয়। রাত পৌনে ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তখনো দুপক্ষের সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া চলমান রয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন আইনশৃঙ্খলা বাহিনী।
রাত ১টার দিকে কবি নজরুল কলেজ ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করে রাস্তায় নামে। তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও বিক্ষোভ করেধে মহাখালীতে। এছাড়া বদরুন্নেসা কলেজ শিক্ষার্থীদেরও বিক্ষোভ করতে দেখা গেছে।