দেশে এখন
0

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ

জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের আন্দোলনে লাঠিপেটা করেছে পুলিশ। এমন অভিযোগ করেছেন শিক্ষকরা। আজ (রোববার, ২৬ জানুয়ারি) দুপুরে শাহাবাগ মোড়ে এই ঘটনা ঘটে।

এছাড়াও মিছিল ছত্রভঙ্গ করতে জলকামান ও কাঁদানে গ্যাসও নিক্ষেপ করা হয়েছে। বর্তমানে পুলিশ চারুকলার মোড়ে ব্যারিকেড দিয়ে রেখেছে। এদিকে আন্দোলনরত শিক্ষকরা রাস্তায় বসে পড়েছেন। 

কয়েকজন শিক্ষক অসুস্থ হয়ে পরলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অন্যদিকে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বেরিক্যাড ভেঙে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ায় তাদের বাধা দেয়া হয়েছে।

ইএ