এখন জনপদে
0

সুনামগঞ্জে হাওরে বাঁধ নির্মাণ নিয়ে জেলা প্রশাসকের মতবিনিময়

সুনামগঞ্জের হাওরের বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ বাস্তবায়নে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা কাবিটা (কাজের বিনিময়ে টাকা) স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং কমিটি।

আজ (শনিবার, ২৫ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বজন সেন রায়, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ কান্তি দে প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় জেলার সাংবাদিকরা বাঁধের কাজের অনিয়ম, অসন্তুষ্টি ও পুরোদমে কেন এখনো হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয়নি সেটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।

পাশাপাশি সভায় জেলা কাবিটা স্কিম প্রণয়ন ও বাস্তবায়ন মনিটরিং সভাপতি জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সেখানে উপস্থিত থাকা ১২ উপজেলার নির্বাহী কর্মকর্তাদের সতর্ক করে বলেন,‘আগামী সপ্তাহের ভিতরে হাওরের শতভাগ কাজ শুরু না হয় তাহলে পিআইসি'র সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সেই সাথে যে কর্মকর্তারা বাঁধের কাজে গাফিলতি করছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’

এএম