'চলচ্চিত্র সংশ্লিষ্টদের দাবি আদায়ে রাস্তায় নামতে হবে'

সংস্কৃতি ও বিনোদন , অন্যান্য
দেশে এখন
0

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, চলচ্চিত্র সংশ্লিষ্টদের সকল দাবি আদায়ে রাস্তায় নামতে হবে। ঘেরাও করে বাধ্য করতে হবে।

জ (বুধবার, ২৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে জাতীয় চলচ্চিত্র সম্মেলন-২০২৫ এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, 'অন্তর্বর্তী সরকারের স্বল্প সময়ে চলচ্চিত্র বিষয়ক আলাদা মন্ত্রণালয় করা সম্ভব নয়। তবে এ সরকার কাজ এগিয়ে রাখতে পারে।'

তিনি বলেন, 'সরকারি কাজের দীর্ঘ সূত্রিতায় আটকে থাকে চলচিত্রের উন্নয়ন। চলচিত্রের সঙ্গে জড়িয়ে আছে তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ বেশ কিছু সংস্থা।'

অনুষ্ঠানে অংশ নেয় প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্র শিক্ষার্থী, শিক্ষক, নির্মাতা, সাংবাদিক, চলচ্চিত্র কর্মী, অভিনয় শিল্পী।

এসএস