জ (বুধবার, ২৯ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে জাতীয় চলচ্চিত্র সম্মেলন-২০২৫ এ অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, 'অন্তর্বর্তী সরকারের স্বল্প সময়ে চলচ্চিত্র বিষয়ক আলাদা মন্ত্রণালয় করা সম্ভব নয়। তবে এ সরকার কাজ এগিয়ে রাখতে পারে।'
তিনি বলেন, 'সরকারি কাজের দীর্ঘ সূত্রিতায় আটকে থাকে চলচিত্রের উন্নয়ন। চলচিত্রের সঙ্গে জড়িয়ে আছে তথ্য মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়সহ বেশ কিছু সংস্থা।'
অনুষ্ঠানে অংশ নেয় প্রায় পাঁচ শতাধিক চলচ্চিত্র শিক্ষার্থী, শিক্ষক, নির্মাতা, সাংবাদিক, চলচ্চিত্র কর্মী, অভিনয় শিল্পী।