এখন জনপদে
0

তারুণ্যের উৎসব উপলক্ষে শেরপুরে উদ্যোক্তা মেলা

'এসো দেশ বদলাই পৃথিবী বদলাই' স্লোগানে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে শেরপুরে উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার, ২২ জানুয়ারি) দুপুর ১২টায় শেরপুর সরকারি কলেজ মাঠে দিনব্যাপী মেলার উদ্বোধন করেন সদ্য দায়িত্ব প্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ।

শেরপুর সরকারি কলেজ আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে প্রথমবারের মত এবারের উদ্যোক্তা মেলায় ১৬টি স্টলে ৭০ ধরনের পিঠা , ফুচকা, দই, পান, বিভিন্ন ধরনের কেক, হাতের তৈরি জামা, কাগজে বানানো জিনিস পত্র, হাতের তৈরি বিভিন্ন ব্যাগ, খেজুরের রস, ঝিলমিল বেলুন, কসমেটিকস, দেশি সদাই, জেলা ব্রান্ডিং পণ্য তুলসিমালা চাউল, হারিয়ে যাওয়া কৃষি পণ্য কাউনের চাল, পাঁচ রকমের চাসহ বাঙালির ইতিহাস ঐতিহ্যর বিভিন্ন পণ্য স্থান পায়।

সকাল থেকে প্রতিটি স্টলে ছিল উপচে পড়া ভিড় এবং মেলা চলে বিকেল ৫টা পর্যন্ত।

রসায়ন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সোহানুর সোহান (২২) বলেন, 'প্রথমবারের মতো এরকম আয়োজনে আমরা খুশি। আজ আমাদের কলেজের সকল বিভাগের শিক্ষকরা এই মেলায় এসেছেন। এটি আমাদের জন্য এক মিলন মেলা।'

প্রাণিবিদ্যা বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান মারুফ (২১) বলেন, 'আমাদের স্টলে হারিয়ে যাওয়া পিঠা, কেকসহ বিভিন্ন গৃহস্থালি পণ্য রয়েছে। এরকম ভিন্ন আয়োজন প্রতিবছর করা হলে কলেজ থেকে নতুন অনেক উদ্যোক্তা তৈরি হবে।'

শেরপুর সরকারি কলেজের সদ্য দায়িত্ব প্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুর রউফ বলেন, 'জুলাই-আগষ্ট গণঅভ্যুত্থানে বিভিন্ন বয়সী ও নানা শ্রেণি পেশার মানুষের পাশাপাশি তরুণরাও অংশগ্রহণ করেছিল। তরুণদের কারণেই আমরা স্বৈরাচার হটিয়ে নতুন বাংলাদেশ পেয়েছি। আগামী বছর কলেজ কর্তৃপক্ষ থেকে এরকম মেলার আয়োজন করা হবে।'

এসএস