এর মধ্যে রয়েছে ১০ হাজার ৪৯৪ কেজি ভারতীয় চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি ও ৯২ কেজি জিরা। চারটি পিকআপে এসব পণ্য নিয়ে যাওয়া হচ্ছিল। ২৮ বিজিবি সুনামগঞ্জ পিকআপসহ এসব পণ্য জব্দ করেছে।
২৮ বিজিবি'র তথ্যমতে, গোপন সূত্রের ভিত্তিতে রাতভর জেলার বিশ্বম্ভরপুরের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
সোমবার ভোরে উপজেলার ধনপুর ইউনিয়নের ছাতারকোনা এলাকা থেকে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে চিনি, বিড়ি ও জিরা নিয়ে আসে চোরাকারবারিরা। পরে সেখানে বিজিবির উপস্থিতি টের পেয়ে অবৈধ মালামাল রেখেই চোরাকারবারিরা পালিয়ে যায়।
জব্দের বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ- ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একে এম জাকারিয়া কাদির বলেন, ‘সীমান্ত এলাকায় আমাদের কঠোর নজরদারি রয়েছে। আজকে ভোর সকালে কোটি টাকার উপরে ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়েছে।’