আল-শিফা হাসপাতালে আশ্রয় নিয়েছিলেন সহস্রাধিক ফিলিস্তিনি। সেখানেই অভিযান চালিয়ে ২০ অস্ত্রধারীকে হত্যা করেছে ইসরাইল সেনাবাহিনী। হাসপাতালে আল-জাজিরার সাংবাদিক ইসমাইল আল ঘোউলকে আটক করে ১২ ঘণ্টা নির্যাতনের পর মুক্তি দেয় আইডিএফ।
এ নিয়ে ১৬৫ দিনের আগ্রাসনে প্রাণ হারিয়েছেন প্রায় ৩২ হাজার ফিলিস্তিনি। নিখোঁজ রয়েছেন ৮ হাজারের বেশি মানুষ। এমন বর্বর আচরণের পরও ইসরাইলের পরিবর্তে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন।
সোমবার (১৮ মার্চ) পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয় হামাসের পাশাপাশি নিষেধাজ্ঞার আওতায় আনা হবে পশ্চিমতীরে অবৈধ বসতি স্থাপনকারী ইসরাইলিদেরও।
ইইউ'র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, 'আমরা হামাসকে নিষেধাজ্ঞা দিতে আলোচনা করেছি। একইসঙ্গে উগ্রপন্থী অবৈধ বসতি স্থাপনকারীদের ওপর নিষেধাজ্ঞা দিতে সম্মত হয়েছি।'
২৩ লাখ মানুষের সবশেষ আশ্রয়স্থল দক্ষিণের শহর রাফা। সম্প্রতি শহরটিতে স্থল অভিযান পরিচালনার অনুমোদন দিয়েছেন নেতানিয়াহু। তবে এ সিদ্ধান্তকে ভুল হিসেবে অভিহিত করেছেন জো বাইডেন। নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপে মার্কিন প্রেসিডেন্ট জানান, রাফায় হামলা করলে একঘরে হয়ে যেতে পারে ইসরাইল।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভান বলেন, 'রাফাহ'তে বড় স্থল অভিযান পরিচালনা করা ভুল হবে। এতে করে আরও সাধারণ মানুষের প্রাণহানি হবে, মানবিক সংকট আরও বাড়বে, বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। এমনকি ভবিষ্যতে বর্হিঃবিশ্ব থেকে ইসরাইলকে বিচ্ছিন্ন করে ফেলবে।'
ক্ষুধা ও অপুষ্টিতে কঙ্কালে পরিণত হচ্ছে গাজাবাসী। একমুঠো খাবারের জন্য চলছে হাহাকার। ত্রাণ নিতে গিয়ে অধিকাংশই ফিরছে নিথর দেহে। খাদ্য নিরাপত্তা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা আইপিসি'র প্রতিবেদন বলছে, ভয়াবহ মাত্রার খাদ্য সংকটে ভুগছে ৭০ শতাংশ মানুষ। অন্যদিকে দুর্ভিক্ষের কারণে মৃত্যু ঝুঁকিতে আরও প্রায় ৩ লাখ গাজাবাসী। দুর্ভিক্ষকে ইসরাইল সৃষ্টি করেছে বলে দাবি আন্তর্জাতিক সংগঠনগুলো।
জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, 'বিশ্বের যেকোন দেশে, যেকোন সময়ে মারাত্মক ক্ষুধার সম্মুখীন হওয়া জনগোষ্ঠীদের মধ্যে এটিই সর্বোচ্চ। এটি সম্পূর্ণরূপে মানবসৃষ্ট দুর্যোগ। প্রতিবেদনের মাধ্যমে বোঝা যাচ্ছে এ দুর্ভিক্ষ থামানো সম্ভব।'
এদিকে কাতারের রাজধানী দোহায় যুদ্ধবিরতি নিয়ে আবারও আলোচনা করেছে হামাস ও ইসরাইল। অন্যদিকে সংঘাত নিরসনে চলতি সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরের ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।