বিদেশে এখন
যুদ্ধ
0

মার্কিন সহায়তা না পেলে যুদ্ধক্ষেত্রে দুর্বল হবে ইউক্রেন

প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা যদি ইউক্রেন না পায়, যুদ্ধক্ষেত্রে কিয়েভের গতি সীমিত হয়ে যাবে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই মন্তব্য করে বলেন, 'যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা না পাওয়া মানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র, জ্যামার কিংবা আর্টিলারি রাউন্ড কিছুই থাকবে না ইউক্রেনের।'

শনিবার (৩০ মার্চ) রাতভর ইউক্রেনের পূর্বাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা করেছে রাশিয়া। শুক্রবার (২৯ মার্চ) ইউক্রেনের মধ্য আর পশ্চিমাঞ্চলে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির জ্বালানি অবকাঠামো।

ইউক্রেন জানায়, অনেক অঞ্চল রাশিয়ার হামলায় পুরোপুরি অন্ধকার হয়ে গেছে। যুদ্ধের মধ্যে দেশের আর্থিক খাত সচল রাখতে বিশ্বব্যাংকের কাছ থেকে ১৫০ কোটি ডলার অর্থ সহায়তা পেয়েছে ইউক্রেন।

ইএ

এই সম্পর্কিত অন্যান্য খবর