মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয় যে, ৪টার মধ্যে মন্ত্রিসভার সদস্যদের বাসায় এসব গাড়ি পৌঁছে যাবে তারা যে ঠিকানা দিয়েছে সে অনুযায়ী। ইতিমধ্যে দুপুর দেড়টা থেকে গাড়ি যাওয়া শুরু করেছে। মন্ত্রিসভার সদস্যরা বলছেন, ৪টার মধ্যে গাড়ি তাদের বলে দেয়া স্থানে থাকবে।
সচিবালয়ে ৩৬ জন মন্ত্রীর জন্য ৪০টি গাড়ি রাখা হয়েছে। বলা হচ্ছে, যদি কোন কারণে একটি গাড়িরও কোন সমস্যা হয় তার বিকল্প হিসেবে কয়েকটি গাড়ি অতিরিক্ত রাখা হয়েছে।
মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে বঙ্গভবনে ১ হাজার ৪০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব কিছুক্ষণ পর পর সবকিছুর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
সকাল সাড়ে ১০টায় পরিবহন পুল থেকে মন্ত্রিপরিষদ বিভাগকে গাড়ি বুঝিয়ে দেয়া হয়। দুপুর দেড়টা থেকে সচিবালয় প্রাঙ্গন থেকে একে একে গাড়িগুলো বের হতে থাকে। নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে সময়মত মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বঙ্গভবনে উপস্থিত হবেন।
গতকাল বুধবার (১০ জানুয়ারি) রাতে ৩৬ সদস্যের নতুন মন্ত্রিসভা ঘোষণা করা হয়। নতুন মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ১১ জন প্রতিমন্ত্রী আছে। যার মধ্যে ২ জন টেকনোক্রাট মন্ত্রীও আছে।