দেশে এখন
0

কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ সারাদেশে শোক

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ (মঙ্গলবার, ৩০ জুলাই) দেশব্যাপী পালিত হচ্ছে একদিনের শোক। গতকাল (সোমবার, ২৯ জুলাই) মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকের পর, মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন জানান, কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় নিহতদের স্মরণে আজ কালো ব্যাজ ধারণ করা হবে। এছাড়া দেশের মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডাসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা করা হবে।

এর আগে, মন্ত্রিসভার বৈঠকে চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তথ্য উপস্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি ১৫০ জনের মৃত্যুর খবর মন্ত্রিসভাকে জানান।

এসএস

এই সম্পর্কিত অন্যান্য খবর