টানা ছুটিতে কক্সবাজারের পর্যটক উচ্ছ্বাস

কক্সবাজারে পর্যটকদের ভিড়
কক্সবাজারে পর্যটকদের ভিড় | ছবি: এখন টিভি
0

‘আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাইতো এলাম সাগরে’- এমন গানের সুরেই যেন কক্সবাজারের উচ্ছ্বাসে মেতেছেন পর্যটকরা।

শারদীয় দুর্গোৎসব ও টানা সরকারি ছুটি ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণপিপাসুদের ঢল নেমেছে কক্সবাজারে।

হোটেল-রিসোর্টে তিল ধারনের ঠাঁই নেই অবস্থা। ঢাকা-কক্সবাজার রুটে যাত্রী চাপ সামলাতে চালু হয়েছে বিশেষ ট্রেন। এবার ছুটিতে ভালো ব্যবসার আশা করছের হোটেল মালিকরা।

আরও পড়ুন:

সমুদ্রের নোনাজলে অবগাহন কিংবা পাহাড়-প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন পর্যটকরা। তবে বেলা সোয়া ১২টার দিকে পর্যটকদের ভ্রমণানন্দে কিছুটা বাধ সাধে বৃষ্টি।

সমুদ্রস্নানে নেমে কোনো পর্যটক যেন বিপদাপন্ন পরিস্থিতিতে না পড়েন তার জন্য সতর্ক রয়েছে লাইফ গার্ড সদস্যরা। ব্যবসায়ীরা বলছেন, লাখো পর্যটকের আগমনে কক্সবাজারে এবারের ছুটিতে কয়কেশ’ কোটি টাকার ব্যবসা হবে।

এসএস