যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীরা সামরিক বিমানে চড়ে দেশে ফিরছেন

বিদেশে এখন
0

যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীরা নিজ নিজ দেশে ফিরছেন সামরিক বিমানে চড়ে। কিন্তু তাদের ফেরত পাঠাতে ট্রাম্প প্রশাসনকে গুণতে হচ্ছে বিমানের প্রথম শ্রেণির আসনের চেয়েও বেশি খরচ; মাথাপিছু সাড়ে চার হাজার ডলারের বেশি।

অভিবাসন ইস্যুতে জাতীয় জরুরি ঘোষণার অংশ হিসেবে গেল সপ্তাহে সামরিক বিমানের মাধ্যমে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠাতে শুরু করে ট্রাম্প প্রশাসন। গন্তব্য লাতিন আমেরিকার বিভিন্ন দেশ। মার্কিন ভূখণ্ড থেকে এ পর্যন্ত অভিবাসী বোঝাই চারটি সামরিক বিমান অবতরণ করেছে শুধু গুয়াতেমালায়। দু'টি বিমান কলম্বিয়ায় পৌঁছালেও অবতরণ করতে না দিয়ে বরং অভিবাসীদের ফিরিয়ে আনতে নিজস্ব বিমান যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে বোগোতা।

সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হচ্ছে সেনাবাহিনীর সি-সেভেন্টিন পরিবহন বিমানে করে, যার একেকটির খরচ ঘণ্টাপ্রতি ২৮ হাজার ৫শ' ডলার। গুয়াতেমালায় ভূখণ্ডে অবস্থান ও ফ্লাইট উড্ডয়নের প্রস্তুতি বাদ দিয়ে শুধু আসতে-যেতে সময় লাগে সাড়ে ১০ ঘণ্টা। সোমবার অবতরণকৃত ফ্লাইটে ৬৪ জন নাগরিক দেশে ফিরেছেন বলে জানিয়েছে গুয়াতেমালা কর্তৃপক্ষ।

যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালার সরকারি তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের এল পাসো শহর থেকে সামরিক বিমান চড়ে সোমবারের ফ্লাইটে রাজধানী গুয়াতেমালা সিটিতে পৌঁছানো অভিবাসীদের জন্য মাথাপিছু খরচ পড়ে অন্তত চার হাজার ৬৭৫ ডলার করে। অথচ এল পাসো থেকে গুয়াতেমালা সিটি পর্যন্ত আমেরিকান এয়ারলাইন্সের প্রথম শ্রেণিতে শুধু যাওয়ার খরচ মাথাপিছু ৮৫৩ ডলার।

যুক্তরাষ্ট্র থেকে সামরিক বিমানে চড়ে অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে খরচ হচ্ছে বাণিজ্যিক বিমানের প্রথম শ্রেণির আসনের চেয়েও পাঁচ গুণ বেশি অর্থ। আর এই খরচের পুরো বোঝাই বহন করছে ট্রাম্প প্রশাসন। বলা হচ্ছে, যুক্তরাষ্ট্রের অভিবাসন নিয়ন্ত্রক সংস্থা আইসের বাণিজ্যিক চার্টার ফ্লাইটের চেয়েও এ খরচ লক্ষণীয় মাত্রায় বেশি।

আইসের ওয়েবসাইটে ২০২১ সালের তথ্যে একেকটি ফ্লাইটের ঘণ্টাপ্রতি খরচ সাড়ে আট হাজার ডলারের কিছু বেশি উল্লেখ করা আছে। তবে ১৩৫ জন আরোহীসহ পাঁচ ঘণ্টার যাত্রায় একেকটি বিমানের ঘণ্টাপ্রতি প্রকৃত খরচ প্রায় ১৭ হাজার ডলার বলে ২০২৩ সালের এপ্রিলে বাজেট শুনানিতে মার্কিন আইনপ্রণেতাদের জানিয়েছিলেন তৎকালীন আইস পরিচালক।

ফিরতি খালি ফ্লাইটের খরচ চার্টার কোম্পানি বহন করে ধরে নিয়ে এ হিসাবে মাথাপিছু খরচ পড়ে ৬৩০ ডলার করে; যা সামরিক বিমানের তুলনায় সাত ভাগের একভাগও নয়। অবশ্য গেলো দুই বছরেও খরচ কিছুটা বেড়েছে বলে জানিয়েছে আইস।

অভিবাসী প্রত্যাবাসনের খরচের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। গেলো সপ্তাহে টেক্সাসের এল পাসো আর ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো থেকে পাঁচ হাজারের বেশি অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠাতে বিমান সরবরাহ করেছে মার্কিন সেনাবাহিনী।

ইএ