
গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরাইলি হামলায় নিহত ৩
যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। বুধবার ইসরাইলি হামলায় উপত্যকাটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ৩ জন। চুক্তির শর্ত অনুযায়ী বৃহস্পতিবার ৪ ইসরাইলি জিম্মির মরদেহ হস্তান্তর করে হামাস। এদিকে, গাজা পুনর্গঠন প্রক্রিয়ায় ফিলিস্তিনিদের ভূমিছাড়া করার পরিকল্পনার তীব্র বিরোধিতা করেছে স্পেন।

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে যেন কাঁটা হয়ে দাঁড়িয়ে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আবারও বলেছেন, গাজা পুনর্গঠনের জন্য এই উপত্যকা থেকে ফিলিস্তিনিদের অন্যত্র সরিয়ে ভূখণ্ড দখলে নেবেন। জর্ডানের রাজার সঙ্গে বৈঠকে তিনি বলেন, এতেই মধ্যপ্রাচ্যে প্রথমবারের মতো শান্তি প্রতিষ্ঠা হবে। যদিও নমনীয়ভাবে এই প্রস্তাবের বিরোধিতা করে জর্ডানের রাজা বলেন, মিশরের পরিকল্পনা অনুযায়ী, ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত না করে গাজা পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চায় আরব বিশ্ব।

ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ, ভার্জিনিয়ায় অভিযান
ডোনাল্ড ট্রাম্পের গণ অভিবাসন প্রত্যাবাসনের বিরোধিতা করে অভিবাসীদের 'ডে উইদআউট ইমিগ্রেন্টস' বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে। এরপরও অবৈধ অভিবাসীদের উচ্ছেদে অভিযান চালানো হয়েছে ভার্জিনিয়াতে। ট্রাম্পের এই উদ্যোগে ক্ষোভে ফুঁসছে মেক্সিকো, ভেনেজুয়েলাসহ অনেক দেশ। এদিকে, শুল্কারোপ স্থগিত করলেও ট্রাম্পের শর্ত অনুযায়ী, নজরদারি বাড়াতে যুক্তরাষ্ট্র সীমান্তে শত শত সেনা মোতায়েন করেছে মেক্সিকো।