বাংলাবান্ধা
আমদানিতে ভাটা: বাংলাবান্ধা স্থলবন্দরের লেনদেন অর্ধেকেরও নিচে
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানিতে ভাটা পড়েছে। ভুটান থেকে আসছে না পাথর। বন্দরটির লেনদেন নেমেছে অর্ধেকেরও নিচে, যার প্রভাব পড়েছে বন্দর সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্যে। কাজ না থাকায় বেকার হয়ে পড়েছেন শ্রমিকরাও।
![প্রতিষ্ঠার ২৭ বছরেও গতি পায়নি বাংলাবান্ধা স্থলবন্দর](https://images.ekhon.tv/PANCHO PORT-320x180.webp)
প্রতিষ্ঠার ২৭ বছরেও গতি পায়নি বাংলাবান্ধা স্থলবন্দর
ভৌগোলিকভাবে সুবিধাজনক স্থানে দেশের একমাত্র চতুর্দেশিয় স্থলবন্দর বাংলাবান্ধা। ব্যাপক সম্ভাবনা থাকা সত্ত্বেও প্রতিষ্ঠার ২৭ বছরেও পায়নি কাঙ্ক্ষিত গতি। উল্টো গেলো এক বছরে বন্দরটি দিয়ে কমেছে আমদানি-রপ্তানি বাণিজ্য। ব্যবসায়ীরা বলছেন, সড়ক ও রেলপথের মাধ্যমে চারটি দেশকে যুক্ত করা গেলে দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যাবসায়িক হাবে পরিণত হবে সর্ব উত্তরের স্থলবন্দরটি।