তুলনামূলক কম গুরুত্বপূর্ণ হওয়ায় আসন্ন এ ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে দেশটির ঘরোয়া লিগে খেলা কাউকে ডাকা হয়নি। লিওনেল মেসিকে অধিনায়ক রেখেই দল সাজিয়েছেন স্কালোনি।
আরও পড়ুন:
অভিজ্ঞদের মাঝে রদ্রিগো ডি পল, রোমেরো, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, ওটামেন্ডি, লো সেলসোরা আছেন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন জোয়াকিন পানিচেল্লি, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি ও ম্যাক্সিমো পেরোনে। এছাড়া দলে ফিরেছেন ভ্যালেন্টিন বার্কো।





