এয়ার-কোয়ালিটি-ইনডেক্স
দিল্লীতে বায়ুদূষণে উদ্বেগে অন্তঃসত্ত্বা নারীরা
স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বায়ুদূষণের কবলে পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লী। দূষণের কারণে শ্বাস-প্রশ্বাসের জটিলতা বাড়তে পারে, এমন আশঙ্কায় হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ধোঁয়া আর কুয়াশার পুরু আস্তরণে দৃষ্টিসীমা নেমে এসেছে ১০০ মিটারে। এর মধ্যে অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে পড়েছেন রাজধানী নয়াদিল্লির অন্তঃসত্ত্বা নারীরা। যে শহর প্রাণভরে নিশ্বাস নেয়ার নিশ্চয়তাও দেয় না, সেখানে কীভাবে বড় করবেন নবজাতককে?
কালো ধোঁয়ার 'স্মগি' চাদরে ঢাকা পড়েছে নয়াদিল্লি
কুয়াশা আর কালো ধোঁয়ার 'স্মগি' চাদরে ঢাকা পড়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, বাতাসের মান নিয়ে উদ্বেগ পরিবেশ বিশেষজ্ঞদের। গেল সোমবারের এয়ার কোয়ালিটি ইনডেক্সে দিল্লির অবস্থান ছিল ৩২৮ নম্বরে। যার অর্থ রাজধানীর বাতাসের মান অতি নিম্ন স্তরে পৌঁছেছে। ভারতের আবহাওয়া পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান, 'সিস্টেম অব এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ' বা সাফারের আশঙ্কা, আগামী কয়েক সপ্তাহে দিল্লির বাতাসের গুণগত মানের আরও অবনতি হতে পারে।